করোনাভাইরাসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২ লাখ ৪৫ হাজার ৫৯৯ জন আক্রান্ত হয়েছে। এবং শুক্রবার ভোর পর্যন্ত ৬ হাজার ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছ।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্য থেকে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে য়াইমিং একমাত্র রাজ্য যা করোনভাইরাস থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারী করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫৩ হাজারের বেশি মানুষ।
উল্লেখ্য, ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে। আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে। এর পরেই অবস্থান স্পেনের।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন