সিলেটের ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটের ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত

Share This
সিলেটের ল্যাবে মিললো প্রথম করোনা পজেটিভ রোগী। ওই রোগীর বাড়ি সুনামগঞ্জে। শনিবার পরীক্ষায় এই রোগির করোনা পজেটিভ পাওয়া যায়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে পঞ্চম দিনের পরীক্ষায় এসে করোনা রোগির অস্তিত্ব মিললো।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন- ওসমানী মেডিক্যাল কলেজে স্থাপিত করোনা পিসিআর ল্যাবে ৫ম ধাপে ১০৬ জনের মধ্যে ১০৫ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। বাকী ১ জনের রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। তিনি হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। সুনামগঞ্জ জেলার একমাত্র করোনা রোগী।গত ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চারটি ধাপে ৩২০ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে মধ্যে ৩১৯ জনের রিপোর্ট আসে নেগেটিভ। ৭ এপ্রিল প্রথমে আসে ৯৪ জনের রিপোর্ট। ৮ এপ্রিল ২য় ধাপে আসে আরো ২৪ জনের, ৯ এপ্রিল ৩য় ধাপে আরো ৪৮ জনের, ১১ এপ্রিল ৪র্থ ধাপে আসে ৪৮ জনের।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: