দেশে আজ করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দেশে আজ করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

Share This
মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ফ্লোরা জানান, আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী। নতুন আক্রান্তসহ দেশে মোট করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জন। আর মোট মারা গেছেন ৩৪ জন।

২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ৬২ জন। বাকিরা ঢাকার বাইরের রোগী।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিনজন। সুস্থদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। সুস্থ হওয়াদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে। যিনি রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছিলেন। করোনাভাইরাস থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৯ জন।

করোনা রোগীদের প্রায় ৫০ শতাংশ ঢাকার। ঢাকার আশেপাশের জেলাগুলোয় শনাক্ত হয়েছেন শতকরা ৩৫ শতাংশ রোগী। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত হয়েছেন শতকরা ৬ ভাগ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: