নতুন ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নতুন ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান

Share This
বাদুড়ের শরীরে আরও ছয় ধরনের নতুন করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন মিয়ানমারের বিজ্ঞানীরা। 

বর্তমানে সারা পৃথিবীতে যে সার্স-কভ-২ ভাইরাস ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাসগুলো সেই একই গোত্রের। তবে জিনগতভাবে পার্থক্য থাকায় মানুষর জন্য অতটা ক্ষতিকর নয় সেগুলো।

মিয়ানমার সরকার নিজেদের অর্থায়নে ‘প্রেডিক্ট’ প্রকল্পের অধীনে বাদুড়ের ওপর গবেষণা করতে গিয়ে ভাইরাসগুলোর অস্তিত্ব পেয়েছে বলে পোলস ওয়ান জার্নাল থেকে জানা গেছে।

গবেষণা দলের সহকারী লেখক সুজান মারে জার্নালে লিখেছেন, ‘অনেক করোনা ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এগুলো শুরুতে প্রাণীর শরীরে শনাক্ত করা গেলে বড় বিপদ এড়ানো যায়।’ -সময় টিভি

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: