কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের যুবকদের উদ্দ্যোগে জিবাণুনাশক স্প্রে করা হয় - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের যুবকদের উদ্দ্যোগে জিবাণুনাশক স্প্রে করা হয়

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
২রা এপ্রিল রোজ বৃহস্পতিবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায়, রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, যুবকদের নিজস্ব উদ্দ্যোগ ও অর্থায়নে জিবাণুনাশক স্প্রে করা হয়। 

উদ্দ্যেগটি সফল হয় পৌরসভার সাত নং ওয়ার্ডের বাসিন্দা মীর খালেদুর রহমানের নেতৃত্বে। সহযোগিতায় ছিলেন শেখ সোহান আহমদ, শাওন আহমদ, রাকিব আহমদ, ও সাকিব আহমদ।

আলাপ কালে মীর খালেদুর রহমান বলেন, আমরা করোনা ভাইরাস হতে পাড়া-মহল্লাকে রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির জন্যে এই উদ্দ্যোগটি গ্রহন করি। আমাদের বাড়ী-ঘর, পাড়া-মহল্লা যদি ভাইরাস মুক্ত রাখি, এবং ভাইরাসের সংক্রমন ঠেকাতে পারি তবেই আমরা নিজেরা এই ভাইরাস নামক মহামারি হতে রক্ষা পাব। এবং এই কার্যক্রমটি আমরা নিয়মিত চালিয়ে যাব।

খালেদুর রহমান আরও জানান, গত ১লা এপ্রিল রোজ বুধবার লন্ডন প্রবাসি আতিকুর রহমানের অর্থায়নে আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রায় ৮০টি পরিবারের মাঝে সাবান বিতরন করি।
ই-মেইল: এম এ কাদির চৌধুরী ফারহান

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages