এক লাখ মরদেহ রাখার ব্যাগ প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

এক লাখ মরদেহ রাখার ব্যাগ প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

Share This
ইউরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ মহামারি রূপ নিয়েছে। সেখানে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে পাঁচ হাজার ১৩৭ জন।

ভাইরোলজি বিশেষজ্ঞদের অনুমান, যুক্তরাষ্ট্রে করোনায় এক লাখ বা তার বেশি মানুষের মৃত্যু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পও এ তথ্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, জনগণ সচেতন না হলে সেখানে ২০ লাখও মানুষ মারা যেতে পারেন।

পেন্টাগনের এক কর্মকতা নাম না প্রকাশ করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ লাখ মরদেহ রাখার জন্য ব্যাগ প্রস্তুতের কাজ করছে। সামনের সপ্তাহে বিভিন্ন রাজ্যের বেসামরিক কর্তৃপক্ষের ব্যবহারের জন্য ব্যাগগুলো তৈরি করা হচ্ছে।

হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছেন, আমেরিকানরা যদি ঘরে বসেও তাকে তাহলেও করোনায় এক থেকে দুই লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হবে।

গত তিন দিনে করোনায় আমেরিকায় মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে ৮০ শতাংশ নাগরিককে ঘরে রাখা হচ্ছে। চারটি নতুন রাজ্য বুধবার (০১ এপ্রিল) নতুন করে লকডাউন জারি করা হয়েছে।

বুধবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাস্প বলেন, করোনাভাইরাসের হট স্পটগুলোতে বিমান চলাচল বন্ধ করার পরিকল্পনা করছে তার সরকার। তিনি বলেন, আমরা পুরো বিষয়টির ওপর নজর রাখছি।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো পুলিশকে বলেছেন, সামাজিক দূরত্ব আইন কঠোরভাবে প্রয়োগ করার জন্য। বিশেষ করে তরুণ প্রজন্মকে এ আইন কঠোরভাবে মানতে বলা হয়েছে। -সুরমা নিউজ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: