একদিকে করোনা, অন্যদিকে বজ্রপাত। দু'টোই প্রাণঘাতি। আর এই প্রাণঘাতি দুই বস্তুই গত এক সপ্তাহে কেড়ে নিলো সিলেট বিভাগের ৭ জনের প্রাণ। এর মধ্যে ২ জন করোনায় মারা গেলেও ৫জনেরই মৃত্যু হয়েছে বজ্রপাতে। এই অবস্থায় দুই ধরনের মৃত্যুভয় ঘিরে ধরেছে সিলেটের মানুষকে।
সারাদেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সিলেটেও করোনা কেড়ে নিয়েছে ২ জনের প্রাণ, বাড়ছে আক্রান্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা।
গত ৫ এপ্রিল মৌলভীবাজারের রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক মুদি দোকানদার মারা যান। ওই দিনই তার করোনা টেস্টের রিপোর্ট আসে পজেটিভ, তিনি ছিলেন করোনা রোগী। এছাড়াও গত ১৫ এপ্রিল ভোর সাড়ে ৪টায় করোনায় আক্রান্ত অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন।
অপরদিকে গতকাল শুক্রবার ও আজ শনিবার এই দুইদিনে সিলেট বিভাগে প্রাণঘাতি বজ্রপাত কেড়ে নিলো ৫জনের প্রাণ। শুধু আজ শনিবার বিকেল পর্যন্তই সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু হলো ৪ কৃষকের।
জানা গেছে, সুনামগঞ্জে বজ্রপাতের কারণে একদিনে প্রাণ হারিয়েছেন চারজন। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলার শাল্লা, দিরাই ও জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে শংকর সরকার (২৬), জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামে শিপন মিয়া (৩২) ও দিরাই উপজেলায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মফিজ উল্লার ছেলে তাপস মিয়া (৩৫) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (৩৫)।
এর আগে গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে বজ্রপাতে সিরাজ উদ্দিন(৫৫) নামে এক কৃষক মারা গেছেন। শাহজাহান ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের পশ্চিমে হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সিরাজ উদ্দিন উত্তর সুরমা গ্রামের মৃত সাজ উদ্দিনের ছেলে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন