সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের করোনা নেগেটিভ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের করোনা নেগেটিভ

Share This
করোনা ভাইরাসে আক্রান্ত সিলেটে চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত রোববার সিলেটে প্রথম এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর আক্রান্ত চিকিৎসক তার সংস্পর্শে আসা ১৬ জনের করোনা পরীক্ষা করার একটি তালিকা দেন।

ওই তালিকায় রয়েছেন তার পরিবারের সদস্য, গাড়িচালক, চিকিৎসকের প্রাইভেট চেম্বারের অ্যাটেন্ডেন্স ও একটি হাসপাতালে কর্মরতসহ মোট ১৬ জন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে স্থাপিত ল্যাবে তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, কোনো একজনের করোনা পজেটিভ হয়েছে, তার মানে এ নয় যে, তার সংস্পর্শে আসা অন্যদেরও করোনা পজেটিভ হবে। কারো দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে আক্রান্ত ব্যক্তির পাশে গেলেও এই ভাইরাস তাকে কাবু করতে পারবে না। হয়তো এ ১৬ জনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও ছিল বেশি।

তবে সতর্কতা হিসেবে তিনি বলেন, তাদের শরীরে এখনও করোনা ভাইরাস ধরা পড়েনি, এর মানে নয় যে, তারা আর আক্রান্ত হবেন না।

ডাক্তার হিমাংশু জানিয়েছেন, এ রোগের উপসর্গ কিংবা পজেটিভ ফলাফল অনেক সময় সঙ্গে সঙ্গে দেখায় না। অনেকের ক্ষেত্রে ১২ দিন কিংবা ১৪ দিন পরে করোনা ধরা পড়ে। সুতরাং তাদের সতর্ক থাকতে হবে আরও বেশি করে।

নতুন এ রোগটির বিষয়ে তিনি বলেন, আমরা চীনের বিভিন্ন বিষয় দেখে জেনেছি ১০০ জনের মধ্যে ২০ জনের করোনা ভাইরাস ধরা পড়ে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে সংক্রমণ হয় বেশি। -সুরমা নিউজ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: