প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সবেচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
কিন্তু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার কিন্তু ৩.৬ শতাংশ। আর এই হারেই যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। আর আক্রান্তের সংখ্যা চার লাখ ৬১ হাজারের বেশি।
এদিকে মৃত্যুর হারের দিক দিয়ে সবার ওপরে রয়েছে ইতালি। সেখানে মৃত্যুর হার ১২.৭ শতাংশ। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ২৭৯ জন করোনায় মারা গেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ সাড়ে ৪৩ হাজারের বেশি মানুষ।
জন্স হপকিন্সের ওই তালিকায় ইতালির পরই রয়েছে যুক্তরাজ্যের নাম। দেশটিতে করোনায় মৃত্যুর হার ১২.১ শতাংশ। এ যাবত দেশটিতে সাত হাজার ৯৯৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে সাড়ে ৬৫ হাজারের বেশি মানুষ।
স্পেন বা ফ্রান্সের তুলনায় মৃত্যু কম হলেও মৃত্যুর হারের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। দেশটিতে করোনায় মৃত্যুর হার ১১ শতাংশ। নেদারল্যান্ডসে এখনও পর্যন্ত দুই হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯০৩ জন।
ফ্রান্সের মত্যুর হার ১০.৩ শতাংশ। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৭৮১ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ২২৮ জনের।
অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৪২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৬.৩ শতাংশ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন