দেড় মাস পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত চীনে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দেড় মাস পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত চীনে

Share This
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে ছয় সপ্তাহের মধ্যে গতকাল রবিবার সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বিদেশ ফেরত আক্রান্তদের দ্বারা সংক্রমিত হওয়ার ঘটনা বাড়ছে এবং এর জেরে বেইজিং করোনাভাইরাসের ধাক্কা দ্বিতীয়বার পেতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

গতকাল ১২ এপ্রিল রবিবার ১০৮ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তার আগের দিন আক্রান্ত হয়েছে ৯৯ জন। তার মধ্যে ৯৭ জনই বাইরের দেশ থেকে ফিরে আসার পর আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর আগের দিন শুক্রবারের তুলনায় চীনে আক্রান্তের এই সংখ্যা ৪৬ জন বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ গতকাল এ তথ্য জানায়।

এর আগে গত মার্চের প্রথম সপ্তাহে ১৪৩ জন শনাক্ত হয়। তারপর থেকে সংখ্যাটা অনেক কম ছিল।

এদিকে আজ সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৯৮ জনই বাইরের দেশ থেকে আসা। তবে করোনার লক্ষণ না থাকা সত্ত্বেও আক্রান্ত হয়েছে ৬১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৩।

এদিকে চীনে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার একশ ৬০ জন এবং মৃতের সংখ্যা তিন হাজার তিনশ ৪১ জন। সূত্র : রয়টার্স

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: