করোনাভাইরাসে আক্রান্ত সারাবিশ্ব - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

করোনাভাইরাসে আক্রান্ত সারাবিশ্ব

Share This
দেশ-বিদেশে অবস্থানরত সম্মানিত পাঠক ও শুভাকাঙ্খীরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন।

বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই অবগত আছি। সারাবিশ্ব আজ করোনাভাইরাসে আক্রান্ত। আমাদের দেশেও এর প্রভাব বিস্তার করেছে।

করোনা নিয়ে যেখানে বিশ্বের বড় বড় ধনী রাষ্ট্র গুলো আজ হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের মত ছোট আর গরীব রাষ্ট্র কি করবে? তাই আমাদের একমাত্র আল্লাহ তা’আলাই ভরষা। আল্লাহ তা’আলা সবাইকে হেফজত করুন -আমিন। সেই সাথে আমরা নিজেরা সচেতন থাকি, অন্যকেও সচেতন করি।

আমাদের জন্য দেশের ডাক্তার, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজেদের জীবনের ও পরিবারের মায়া ত্যাগ করে আমাদের সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আর সেখানে আমরা নিজেরা নিজেদের নিয়ে খেলা শুরু করছি। আমরা তাদের সতর্ক বার্তা পাত্তাই দিচ্ছি না।

আপনাদের সবার কাছে অনুরোধ আমরা সরকারের নির্দেশিত নিয়ম মেনে চলি। সবাই ঘরে থাকি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

এছাড়া আপনাদের কাছে আরও একটি বার্তা,
বাংলাদেশ একটি নিম্ন মধ্য আয়ের দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষ দিনে আনে দিনে খায়। আজ দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে আমাদের দেশের মানুষ করোনা ভাইরাস থেকে বেশী আতংকিত পেঠের ক্ষুধা নিয়ে।

এই দুর্দিনে অসহায় মানুষদের পাশে বর্তমান সরকারের অনুদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, ও ব্যাক্তি উদ্যোক্তাদের মাধ্যমে গরীব, অসহায় পরিবারগুলো সহযোগীতার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু বর্তমানে সবচেয়ে বিপদে আছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা কোনদিন কারো কাছে সহযোগীতার আশা করেন নি বা করার প্রয়োজনও পড়ে নাই। কিন্তু আজ দীর্ঘদিন লকডাউনে থাকার ফলে এই মানুষগুলো নিজের দুঃখের কথা না পারছে সহ্য করতে, না পারছে কারো কাছে বলতে। তাই মধ্যবিত্ত পরিবার গুলোর দিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানাচ্ছি।


গতকাল আমাদের কাছে একটি বার্তা আসে ‘নকল নবীশ সিলেট বিভাগ’ থেকে।
আমি অনুরোধ করব এইরকম চাকুরিজীবি মানুষদের প্রতি দৃষ্টি দিতে।
বার্তাটি নিম্নে:
সারা দেশে সাব রেজিস্টারি অফিসে প্রায় ২০০০০ হাজার নকল নবীশ। আমরা দলিলের ১ পৃষ্ঠা লিখলে ২৪ টাকা পাই। সে অনুযায়ী দৈনিক ১০ পৃষ্ঠা লিখলে দাড়ায় ২৪০ টাকা। আর যদি না লিখি তাহলে ১ টাকাও আমরা পাই না। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি।

পরিশেষে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ,
‘‘আমরা সরকারের নির্দেশিত নিয়ম মেনে চলি। সবাই ঘরে থাকি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। করোনা ভাইরাস মোকাবেলায় সচেষ্ট হই।’’
সবার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করি। -ধন্যবাদ সবাইকে।

মোঃ দিলোয়ার হোসেন
সম্পাদক ও প্রকাশক

কোন মন্তব্য নেই: