দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান

Share This
দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি করোনা ভাইরাসের এই দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ও সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সভাপতি পীর মোঃ ফয়জুল হক ইকবাল।

তিনি বলেন, প্রিয় এলাকাবাসী আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। বর্তমান সমগ্র বিশ্বে মহামারী করোনা ভাইরাসের কারণে সমগ্র পৃথিবী আজ লকডাউনে। করোনা ভাইরাসে আজ আমাদের দেশ আক্রান্ত যার ফলে বিশ্বের সকল দেশের ন্যায় আমরাও লকডাউন হয়ে আছি। বাংলাদেশ একটি নিম্ন  আয়ের দেশ আমাদের দেশের অধিকাংশ মানুষ দিনে আনে দিনে খায় আজ দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে আমাদের দেশের মানুষ করোনা ভাইরাস থেকে বেশী আতংকিত পেঠের ক্ষুধা নিয়ে।

এই দুর্দিনে অসহায় মানুষদের পাশে বর্তমান সরকারের অনুদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ও ব্যাক্তি উদ্যোক্তাদের মাধ্যমে গরীব, অসহায় পরিবারগুলো সহযোগীতার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু বর্তমানে সবচেয়ে বিপদে আছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। যারা কোনদিন কারো কাছে সহযোগীতার আশা করেননি বা করার প্রয়োজন ও পড়ে নাই। কিন্তু আজ দীর্ঘদিন লকডাউনে থাকার ফলে এই মানুষগুলো নিজের দুঃখের কথা না পারছে সহ্য করতে না পারছে কারো কাছে বলতে।

আপনারা জানেন সাউথ সুরমা এডুকেশন সোসাইটি দীর্ঘদিন যাবৎ এলাকার শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।

এবার বিভিন্ন মানুষের অনুরোধে সাউথ সুরমা এডুকেশন সোসাইটি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য বর্তমান এই কঠিন মুহর্তে তাদের দুঃখের সাথে একটু অংশীদার হওয়ার জন্য আমরা সোসাইটির পক্ষ্য থেকে একটি সহায়তা তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহন করেছি।

যার অর্থ দিয়ে আমরা আমাদের সাধ্যমত বিপদগ্রস্ত অসহায় পরিবারগলোর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চাই। খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার ক্ষেত্রে গ্রহীতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখার চেষ্টা করা হবে...ইনশাআল্লাহ।

তাই এই মানবিক কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এই মহতি উদ্যোগে দেশ-বিদেশ থেকে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ:-
* পীর মো: ফয়জুল হক ইকবাল
সভাপতি, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি
চেয়ারম্যান, ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ।
মোবাইল: +৮৮০১৭০৩-২৮৫৯২৭

* মো: কামরুজ্জামান খাঁন ফয়সল
সাধারণ সম্পাদক, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৫৬-৪৮১০৭২

* মো: আবেদ চৌধুরী
সভাপতি, প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ/কে ও
সাধারণ সম্পাদক, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি ইউ/কে।
মোবাইল: +৪৪৭৯৮৪৬০০৪৮৩

* সৈয়দ বেলায়ত আলী লিমন
সভাপতি, সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারলাইনস্ ক্লাব।
কার্যকরী কমিটির সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭১১-৩৯৫২৪৯

* মো: জায়েদ আহমদ চৌধুরী
পরিচালক, দুধওয়ালা উপশহর, সিলেট।
কার্যকরী কমিটির সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৭১-৮৩৩৯৩০

* মো: আমিনুল ইসলাম আনহার
সহ-সাধারণ সম্পাদক, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৭৫-২৮৪৪৯৩

* শাহ ওবায়দুল হক
কার্যকরী কমিটির সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭১১-৪৪৫৩৬১

* মো: শেরওয়ান আলী
কার্যকরী কমিটির সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৪৪৭৫৫০৮৩২২৫

* ইমরান আহমদ
সাংগঠনিক সম্পাদক, আম্বরখানা চায়না মার্কেট ব্যাবসায়ী কমিটি ও
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭১৭-৯১৭৮৯০

* সৈয়দ শামসুজ্জামান ফাহাদ
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৩৫-৩২৮৮৩০

* নাজমুল হুদা তারেক
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৫৩-৮৮৩০৪০

* মো: সাকির আহমদ
সাধারণ সম্পাদক, ফিউচার ওয়েলফেয়ার ট্রাষ্ট ও
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৪৯-৩১৩৭১৩

* জুবায়ের আহমদ
সাবেক প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভার।
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭১৭-৪৯৭৫১৫

* মো: মুহিবুর রহমান
সহ-সভাপতি, ব্লাড কানেকশন, সিলেট জেলা ও
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৯৬-৩৩৬৭৭২

* আবু বকর
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৪২-২৮১৯৯৬

* ইয়াসিন আরাফাত আনছার
সদস্য, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি।
মোবাইল: +৮৮০১৭৫২-২৫৫৭৬৮।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: