সৌদিতে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু, নাম-পরিচয় - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সৌদিতে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু, নাম-পরিচয়

Share This
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৩৮২ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে আরো ৫ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৫২ জন।

তবে এই তালিকায় ১০ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট শনিবার (১১ এপ্রিল) এসব হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৩৩ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে আরো ৩৫ জন নিয়ে মোট ৭২০ জন সুস্থ হয়েছেন।


সৌদিতে করোনায় মৃত বাংলাদেশিদের নাম-পরিচয়:

১. কোরবান, পিতা: রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা, উপজেলা সাভার, জেলা ঢাকা।
২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।
৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।
৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।
৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।
৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।
৮. নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস :দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।
৯. মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।
১০. আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদিতে গত ১৫ মার্চ থেকে শপিংমল, সরকারি-আধা সরকারি ও বেসরকারি অফিস-আাদালত বন্ধ রয়েছে। এছাড়া দেশটির বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। -আমারসংবাদ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: