সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা দুইজনের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অপরজনের রিপোর্ট আজ শুক্রবার (৩ এপ্রিল) রাতে অথবা আগামীকাল শনিবার (৪এপ্রিল) আসতে পারে। আজ বিকেল চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় দুইজন হাসপাতালের কোয়ারেন্টিনে এসে ভর্তি হন। আর গত বুধবার (১ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আজ কোয়ারেন্টিনে থাকা পুরুষের রিপোর্ট আমাদের কাছে এসেছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
কোয়ারেন্টিনে থাকা নারীর রিপোর্ট এখনও আসেনি জানিয়ে তিনি বলেন, ‘তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। আজ শুক্রবার বা আগামীকাল শনিবার তার রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছাবে।’ -সুরমা নিউজ
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন