মসজিদগুলোতে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে বুক ফাটা কান্নার আহাজারি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মসজিদগুলোতে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে বুক ফাটা কান্নার আহাজারি

Share This
করোনার সংক্রমণ ঠেকাতে রেকর্ডসংখ্যক কম মুসল্লি নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহামারি থেকে মুক্তি কামনায় আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেন ইমাম। এসময় মুসল্লিরা ‘আমিন’‘আমিন’ ধ্বনিতে ডুকরে কেঁদে ওঠেন। এদিকে নিরাপত্তার স্বার্থে আজ জুমা নামাজের আগে মসজিদে মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

জুমার নামাজ আদায় করতে তরুণ ও যুবকরাই বেশি এসেছেন। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসরণ করে অসুস্থরা মসজিদে আসেননি। মুসল্লিদের অনেকেই বাসায় সুন্নত আদায় করেই মসজিদের এসেছেন। এ সময় মুসল্লিরা মাস্ক পরা ছিলেন। নামাজ শেষ তারা দ্রুত মসজিদ ত্যাগ করেছেন।

রাজধানীর বিভিন্ন মসজিদে দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একইসঙ্গে মসজিদগুলোতে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের অনেকেই মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। মুসল্লিদের উপস্থিতিও আগের চাইতে কম ছিল।

শুক্রবার সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়।

দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে মসজিদে জামায়াতে এসে নামাজ আদায় করার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে মসজিদে সাময়িকভাবে জামাত আদায় বন্ধ করা হয়েছে। অনেক দেশে বাসায় বসে নামাজ আদায় করার জন্য আজানে সামান্য পরিবর্তনও আনা হয়েছে।

বাদ যায়নি বাংলাদেশও। করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে জুমাসহ অন্যান্য নামাজের জন্য মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বয়স্ক মুসুল্লিসহ যে কোনো বয়সের মুসুল্লি যাদের হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে। পাশাপাশি যে কোনো রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। -সুরমা নিউজ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: