বিজ্ঞপ্তি:: করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল গ্রামের হযরত আবু দৌলত ও বিবির মুকামের চৈত্র মাসের এবারের মেলায়। সতর্কতা হিসেবে এ নিষেধাজ্ঞা আজ (বুধবার) থেকে জারি করা হয়।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন মসজিদ ও মাজার কমিটি।
তাছাড়া এই সমাগম স্থগিত করার জন্য প্রশাসনিক নির্দেশও রয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আবুল কালাম বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি। পাশাপাশি সবাই যাতে নিজ থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সেজন্য সবাইকে আহ্বান জানান তিনি।
তবে এদিকে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের সময় শিশুদের বাসায় রাখার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করছে স্বাস্থ্য বিভাগ।
তাই বিবিদইল গ্রামের মসজিদ ও মাজার কমিটি এবং বিবিদইল গ্রামবাসীর পক্ষ থেকে এবারে মেলা স্থগিত এবং সবাইকে এবারের মেলায় জমায়েত না হওয়ার অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন