বাড়ি ভাড়া মওকুফের নির্দেশ নয়, অনুরোধ জানিয়েছেন মেয়র আরিফ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বাড়ি ভাড়া মওকুফের নির্দেশ নয়, অনুরোধ জানিয়েছেন মেয়র আরিফ

Share This
করোনাভাইরাস পরিস্থিতিতে নগরের বাসা-বাড়ি ও বস্তির বাসিন্দাদের ভাড়া মওকুফ করতে মালিকদের নির্দেশ নয়; অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

এর আগে একইভাবে বিবৃতি দিয়েছিলেন মেয়র; যার প্রেক্ষিতে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে ‘বাড়ি ভাড়া মওকুফের নির্দেশ, অন্যথায় ব্যবস্থা’ শীরোনামে খবর প্রকাশিত হয়েছিল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফলে বিষয়টি স্পষ্ট করতেই তিনি ফের বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে মেয়র বলেন, ‘এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। এখন এই দুর্যোগকালীন মুহুর্তে সবাই যার যার অবস্থান থেকে গরীব ও দু:স্থ মানুষের পাশে মানবিক হৃদয় নিয়ে এগিয়ে আসতে হবে। এই মানবিক দিক বিবেচনায় আমি বস্তিবাসী মানুষ, নিম্ন মধ্যআয়ের মানুষ এবং দোকান ভাড়া নিয়ে যারা ব্যবসা করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছি।’

মেয়র আরও বলেন, ‘যেসব সামর্থ্যবান মালিক এই আহবানে সাড়া দিয়ে ভাড়া মওকুফ করবেন শুধুমাত্র সেইসব মালিকদের জন্য সিটি কর্পোরেশন তার সাধ্য অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দেবে। এটা কোন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বাসাবাড়ীর মালিকরা স্বতফুর্তভাবে এই মানবিক কাজে এগিয়ে আসলে দু:স্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’ -সিলেটের সকাল
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: