বাংলাদেশসহ ৮ দেশকে কঠোর সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বাংলাদেশসহ ৮ দেশকে কঠোর সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Share This
আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার ৮টি দেশকে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বলছে, করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে এই অঞ্চলের দেশগুলোকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। খবর বিবিসি বাংলা'র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে আটটিতে করোনাভাইরাস নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এসব দেশ হচ্ছে- থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল ও ভুটান।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেন, বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ভাইরাস যেন আর সংক্রমিত হতে না পারে তা নিশ্চিত করতে দ্রুত কার্যক্রম জোরদার করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ গুরুত্ব দিচ্ছে শনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, আইসোলেশন ও রোগীর সঙ্গে কারা মেলামেশা করেছিলেন তাদের শনাক্তের ওপর।

ডক্টর ক্ষেত্রপাল সিং হাত ধোয়া, হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে মানুষ থেকে দূরে থাকার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শুধু এগুলো মেনে চলার মাধ্যমে সংক্রমণ কমানোর সম্ভাবনা তৈরি হয়।

স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সামান্য আক্রান্তদের স্বেচ্ছাপ্রণোদিত আইসোলেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে। 

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: