সাফে অনুর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে ভারত। তবুও বর্তমান চ্যাম্পিয়নরাই আরও একবার টুর্নামেন্ট ফেভারিট। প্রথম ম্যাচেই সেই স্বাক্ষরও রাখল তারা। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে ভারত, কিন্তু সেই স্কোরলাইনটা ভারতের আধিপত্যের কথা বলছে না। একপেশে ম্যাচে ভারতের জয়ের ব্যবধানটা সহজেই হতে পারত এর দ্বিগুণ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। অবশ্য সেই তুলনায় ভারতের প্রথম গোল করতে সময় লেগেছে অনেকক্ষণই। ৩৫ মিনিটে আশিক কুরুনিয়ান গোলে লিড নেয় ভারত। এরপর ৮৭ মিনিটে লালিয়ানজুলার বাঁ পায়ের শট এগিয়ে আশা গোলরক্ষককে বোকা বানিয়ে পৌঁছে যায় ভারতের কাঙ্ক্ষিত ঠিকানায়। দুই গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধের বাকিটা সময় ম্যাচের পুরো নিয়ন্ত্রণই চলে যায় ভারতের কাছে। দুই উইং দিয়েই মূলত আক্রমণগুলো সাজাচ্ছিল ভারত। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা সতর্ক না থাকলে প্রথম ম্যাচে তাদের হারের ব্যবধানটা বাড়তে পারত আরও।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ