সিলেটে ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে আরো ৮৫ জন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটে ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে আরো ৮৫ জন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
সিলেটে করোনা ভাইরাস সন্দেহে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৮৫ জনকে আনা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৭৫৩ জন। এরমধ্যে সিলেট শহরে ৬৮১, সুনামগঞ্জ জেলায় ২৭৫, হবিগঞ্জ জেলায় ৫১৩ ও মৌলভীবাজারে ২৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩৭ ও মৌলভীবাজারে ১৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

এছাড়া ১০ মার্চ থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১২৪৭ জন এবং হাসপাতাল আইসোলেশন থেকে ১৮ জন। এরমধ্যে ১৭ জন সিলেট ও একজন হবিগঞ্জ হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ২৫৫, সুনামগঞ্জে ৩০৪, হবিগঞ্জে ৩৬৮ এবং মৌলভীবাজারে ৩৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র মতে, গত ২ ফেব্রুয়ারি থেকে সিলেট বিভাগে ২৬ হাজার ৯৪৮ জন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ তামাবিল স্থলবন্দরসহ বিভাগের ৫টি শুল্ক স্টেশন দিয়ে দেশে আসেন। -সুরমা নিউজ
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages