আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে করোনাভাইরাসে এক রাতে ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয় হাজার ৫২৮ এ পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্পেন। করোনা সংক্রমণের পর দেশটিতে এটি ছিল সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৪৯ জন বেড়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭ এ দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে চার হাজার ৯০৭ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে ৪৩ হাজার ৩৯৭ জনের।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন