‘শাপলা রাজ্য’ সিলেটের বুগইল বিল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

‘শাপলা রাজ্য’ সিলেটের বুগইল বিল

Share This
সকাল সাড়ে ৬টায়। কুয়াশাচ্ছন্ন কাক ডাকা ভোরে কনকনে শীতের শিশির ভেজা পরিবেশ উপেক্ষা করে মোটর সাইকেল যখন গোয়াইনঘাটের গহড়া গ্রামে পৌঁছে তখনও গ্রামের সিংহভাগ মানুষই ঘুমে। আবার কেউ মসজিদ হতে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছেন। পাখ-পাখালির ডাকে মুখরিত পুরো গ্রাম। উপজেলা সদরের উত্তর দিকের মাত্র দুই কিলোমিটার দূরবর্তী নীরব স্তব্ধ শান্ত গ্রামটির শান্তি প্রিয় মানুষগুলোর বেশিরভাগই কৃষক আর শ্রমজীবী। আছেন শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসীসহ নানা পেশার মানুষজন।

গ্রামটির দক্ষিণ পাশেই রয়েছে বিশাল বিস্তৃত একটি বিল। গ্রামের দক্ষিণ দিকে চোখে পড়ে একটি বৃহৎ বিলের। বিলটির নাম বুগইল বিল। এই বিলটিই এখন গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনার নতুন অধ্যায় সূচিত করছে। গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ছোটখেল মৌজাধীন গহড়া বুগইলবিলটি এখন প্রকৃতি কন্যার বুকে স্থান পেতে যাচ্ছে।

গোয়াইনঘাটের গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়কের পশ্চিম পার্শ্বেই এই বৃহৎ বিলটির অবস্থান। উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কের গহড়া যাত্রী ছাউনিতে নেমে সেখান থেকে যানবাহন কিংবা পায়ে হেঁটে মাত্র ৫মিনিটটে পৌঁছা যাবে শাপলা রাজ্যের এই স্পটে।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, বিলটিকে ভ্রমণ প্রেয়সী পর্যটক দর্শনার্থীদের জন্য ঢেলে সাজিয়ে গড়ে তোলা হলে গোয়াইনঘাটের পর্যটন ব্যবস্থাপনায় নতুন আরও একটি স্থান লিপিবদ্ধ হবে। পর্যটক দর্শনার্থীদের পদচারণা শুরু হলে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে এবং এতে করে স্থানীয়রা উপকৃত হবেন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনে ছুটে আসা প্রকৃতি প্রেমী ভ্রমণ প্রেয়সীদের কাছে জাফলং, বিছনাকান্দি, রাতারগুলের মতো অন্যতম আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্পটে হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে লাল শাপলায় মুখরিত পরিবেশের এই বিলটি।

বিলটিতে সরজমিনে গিয়ে দেখা গেলো সিলেটের গোয়াইনঘাটে বুগইল বিলে ফুটছে লাখো শাপলা। পুরো বিলটি যেন লাল আর লাল। চোখে পড়ে সকালে উদিত সোনালী সূর্যের আভা ফুটন্ত লাল শাপলার গায়ে লাগার পর ফুলগুলোর রক্তিম নান্দনিকতা মনোলোভা রূপ। বিলের এপাশ থেকে ওপাশ জুড়ে চোখে পড়লো বক, পানকৌড়ি, বালিহাঁস, ডাহুক, কোড়া, শালিকসহ নানা জাতের পাখি, তাদের ডুব দিয়ে মাছ শিকার ও ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য। অপরূপ এ বিলটি যেন পর্যটক ও দর্শনার্থীদের হাতছানি দিয়ে ডাকছে।

বুগইলবিল নিয়ে কথা হয় স্থানীয়দের সাথে। গ্রামের সিরাজ, আলী আহমদ, আছদ্দর, নিজাম মিয়া, আবদুল করিম, সিরাজ উদ্দিনসহ লোকজনরা বলেন শুকনো মৌসুমের অল্প কিছুদিন ছাড়া সারা বছর জুড়ে এই বিল লাল শাপলার রংয়ে রঙ্গিন থাকে।

ইউপি সদস্য জসিম উদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান, এই বিলের ফুটন্ত শাপলা সুঠাম ও দৃষ্টি নন্দন, কয়েক শতাধিক জমির উপর বিস্তৃত বিলটির চারপাশে ফুটে লাখো লাল শাপলা ফুল। ছোট ছোট নৌকায় করে ঘুরে বেড়ানো যায় বিলের চতুর পাশের সীমারেখায়। বিশেষ করে ডিঙ্গি নৌকায় করে এই বিলে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।

গোয়াইনঘাটের উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী সুমন জানান, গোয়াইনঘাটের গহড়া বুগইল বিলের লাল শাপলা রাজ্য ছাড়িয়ে যাবে অপরাপর শাপলা রাজ্যের সৌন্দর্যকে। সহজতর যোগাযোগ আর একটি সড়কের পথ ধরে একাধিক পর্যটন ঘুরে দেখার এমন সহজ সুযোগ আর কোথাও পাবেন না ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীরা। আমি উক্ত শাপলা বিলটিকে গোয়াইনঘাটের পর্যটন স্পটের তালিকায় লিপিবদ্ধ করে দ্রুত পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানাচ্ছি।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, পর্যটন সম্ভাবনাকে বিকশিত করতে সরকার আন্তরিক। এ খাতে সরকারের গৃহীত বাস্তব সম্মত নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। গোয়াইনঘাটের ভৌগলিক সীমারেখায় গড়ে উঠা যে কোন দর্শনীয় স্থানকে পর্যটক ও পর্যটন বান্ধব পরিবেশ করে গড়ে তুলতে আমরা সচেষ্ট আছি। উপজেলা সদরের অদূরে বুগইল বিলের শাপলা রাজ্যের কথাও শুনেছি। সরজমিনে পরিদর্শন করে এই স্থানকেও আকর্ষণীয় করে গড়ে তুলতে প্রশাসন তরফে উদ্যোগ নেয়া হবে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: