টসে জিতল বাংলাদেশ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

টসে জিতল বাংলাদেশ

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

চলতি এসএ গেমসে আজ ছেলেদের ক্রিকেটের ফাইনালে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ-শ্রীলংকা। আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলা। ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এর আগে গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের ২২ বল হাতে রেখেই লাসিথ ক্রস্পুরে ৬৭ ও প্রাথুম নিসানাকার ৭৩ দুর্দান্ত জুটিতে জয় পায় শ্রীলঙ্কা। এদিন মাত্র একটি উইকেট নিতে পারে বাংলাদেশ।

তবে গত শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ৪৪ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়ে আসর শুরু করা লাল-সবুজের প্রতিনিধিরা আগের ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

এদিকে মাঠে নামার আগে অধিনায়ক শান্ত বলেন, ‘সাধারণত আমরা যে দলটা খেলি, আজ (রবিবার) সেই দল ছিল না। টানা খেলার ধকল সামলাতে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত ম্যাচগুলোতে যারা ব্যাটিংয়ের সুযোগ পায়নি, আজ (রবিবার) তাদের সুযোগ দিতে চেয়েছি আমরা। তাই আমি নেতিবাচক কিছু ভাবছি না। ফাইনালে আমাদের অবশ্যই আমাদের স্বরূপে দেখতে পাবেন।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages