আন্তর্জাতিক ডেস্ক:: বুনো আগুনের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্য, নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়া রাজ্য থেকে হাজার হাজার বাসিন্দা ও পর্যটকদের সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস আর বজ্রপাতের কারণে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বনাঞ্চলে এখন একশোর বেশি বুনো আগুন জ্বলছে। সবচেয়ে বড় আগুনটি জ্বলছে নিউ সাউথ ওয়েলসের সিডনি শহরের কাছাকাছি। এছাড়া ইস্ট গিপসল্যান্ডের ব্রুথেন, বুচান আর বোনাং শহরের কাছে তিনটি বুনো আগুন জ্বলছে। যা আগামী দুই-একদিনের মধ্যে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের জরুরি ব্যবস্থাপনা কমিশনার মি. ক্রিস বলেন, আগুনটি সোমবার পুরো রাজ্যজুড়ে ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে ইস্ট গিপসল্যান্ড এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই আপাতত অত্র এলাকায় কেউ ভ্রমণ করতে পারবে না। এলাকায় আসা সব পর্যটকদের সহায়তা দেয়াও প্রশাসনের পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, আগুন দ্রুতই উপকূলের দিকে চলে যাবে। তখন উপকূলীয় এলাকা থেকে অঞ্চলটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর তা সেখানকার মানুষ ও ঘরবাড়ির জন্য হুমকি। এ জন্য মেলবোর্নের পূর্ব দিকে অবস্থিত ইস্ট বায়র্নসডেল এলাকাসহ আশেপাশের প্রায় ২৮০ কিলোমিটার অঞ্চলে বসবাস করা প্রত্যেকের সরে যাওয়া উচিত।
এদিকে নিউ সাউথ ওয়েলসের দমকল বিভাগের কমিশনার শানে ফিৎজসিমোনস বলেন, রাজ্যটি বুনো আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার। আগামী কয়েকদিন এই অঞ্চলের পরিস্থিতির আরো অবনতি ঘটবে। বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করতে পারে।
এর আগে গত ২২ ডিসেম্বর বুনো আগুনের কারণে সিডনির দক্ষিণ-পশ্চিমের বালমোরাল শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চলটির দক্ষিণের বেশিরভাগ সড়ক এখনো বন্ধ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আগুনে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত আটজনের।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন