চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নেমেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী ১৪ জুলাই রোববার লন্ডনের লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে। এই ম্যাচ দিয়ে ২৩ বছর পর নতুন কোন দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯৬ বিশ্বকাপে নতুন কোনো দল বিশ্বকাপের শিরোপা জিতেছিল। সবাইকে চমকে সেই আসরে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
এরপর বাকি বিশ্বকাপগুলোতে বিশ্বকাপের শিরোপা জেতা দলগুলোই জিতেছিল। তবে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড সেই সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এবার নতুন কোনো দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে এবং নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ