চলতি ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ৯ মে বৃহস্পতিবার স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
এদিকে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। অপরদিকে, একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় হারে চাপে আছে আয়ারল্যান্ড।
এদিকে এখন পর্যন্ত বাংলাদেশ ও আয়ারল্যান্ড একদিনের ম্যাচে মোট ৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে সাফল্যের পাল্লাটা টাইগারদের পক্ষেই। ৬টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২টিতে জিতেছে আয়ারল্যান্ড ও বাকি ১টি ম্যাচে ফলাফল আসেনি।
আজ বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪ টায়। এর আগে এই মাঠে ২ বার মুখোমুখি হয়েছে দুই দল। একটিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
আজ বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। উইকেট বিবেচনায় ইনজুরি থেকে সেরে ওঠা রুবেল হোসেন সুযোগ পেতে পারেন। এদিকে প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারা সাব্বির রহমানের বদলে দলে আসতে পারেন মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ