এবার ঈদুল ফিতরের সময় দীর্ঘ ছুটি পাবেন সরকারী চাকুরেরা। মাঝে কেবল একদিনের ছুটি নিলেই পেয়ে যাবেন টানা ৯ দিনের ছুটি।
এবারের ঈদের আগে ও পরে সব ধরণের ছুটি মিলিয়ে মধ্যখানে কেবল একদিন কর্মদিবস রয়েছে। কিন্তু যদি এই একদিন ছুটি নেয়া হয় তাহলেই তারা পেয়ে যাবেন টানা ৯দিনের ছুটি।
এবার রমাজ মাস ২৯ দিন হলে ঈদ হবে ৫ তারিখ। ৩০ দিনের হলে হবে ৬ তারিখে। তবে ঈদ যেদিনই হৌক, ছুটি শুরু হবে ৪ তারিখ।
৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪,৫,৬ তারিখ অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এরপর ৭ ও ৮ তারিখ দুদিন সপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন লাইলাতুল কদরের ছুটি। কদের ছুটির শুরুর আগে ৩১ মে ও ১ জুন সপ্তাহিক ছুটি।
তাহলে দেখা যাচ্ছে ৩১ তারিখ থেকে ৮ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে কেবল ৩ তারিখ অফিস খোলা। এই তিন তারিখ ছুটি নিলেই টানা ৯ দিন ছুটি পাচ্ছে সরাকারি চাকুরেরা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ