মাঝরাতে বন্ধ হয়ে যাবে ২০ লাখ সিম - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

মাঝরাতে বন্ধ হয়ে যাবে ২০ লাখ সিম

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির অধিক নিবন্ধিত থাকা মোবাইল সিমগুলো বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থার সিনিয়র পরিচালক জাকির হেসেন খান এ তথ্য জানিয়েছেন।

বিটিআরসির পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টির বেশি নিবন্ধন করা হয়েছে এমন সিমের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ৯২৭টি। এগুলো বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘নিরাপদে মোবাইল সিম ব্যবহারে এ প্রচেষ্টা আরও গ্রাহক বান্ধব হবে এবং এ খাত অধিকতর সুশৃঙ্খল হবে। আশা করছি, এর ফলে জনসাধারণ নির্বিঘ্নে উন্নত টেলিযোগাযোগ সেবা গ্রহণ করতে পারবে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages