আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬টি দেশ। সর্বশেষ দুই দেশ হলো যুক্তরাষ্ট্র এবং ওমান। এই দুই দল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে খেলতে পারবেন।
ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে হংকংকে ৮৪ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। আর নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়ে এই মর্যাদা অর্জন করেছে মুসলিম দেশ ওমান।
ইউনাইটেড ক্রিকেট ক্লাবে হাভিয়ের মার্শালের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮০ রানের বড় সংগ্রহ পেয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে ৭ উইকেটে ১৯৬ রানেই থামে হংকংয়ের ইনিংস।
দিনের আরেক ম্যাচে ৯ উইকেটে ২১৩ রানেই থামে নামিবিয়ার ইনিংস। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওমান।
এদিন দ্বিতীয় দল হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান। যুক্তরাষ্ট্রের ৪৫ মিনিট পর তারা এই মর্যাদা লাভ করে। চার বছর আগে টি-টোয়েন্টি স্ট্যাটাস অর্জন করে ওমান।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ