চায়ের রাজধানি শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে সিলেটের শ্রীমঙ্গলে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আর্ন্তজাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আমন্ত্রণে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যসহ ৫৭জনের দল নিয়ে তারা শ্রীমঙ্গলে পৌঁছান। শনিবার দুপুর পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।
এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, তারা শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান এ অবস্থান করছেন। শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলে পৌঁছে তারা একটি চা বাগান ও মণিপুরীপাড়া ঘুরে দেখেন। এ সময় তাদেরকে মনিপুরি নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
ভ্রমণদলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারে সদস্যরা রয়েছেন।
এ সময় প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এক অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। এখানের সৌন্দর্য্য দেখে তারা অভিভূত হয়েছেন।
কূটনীতিক দলের এই ভ্রমণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, অতিথিদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ রাখতে শ্রীমঙ্গলসহ আশপাশ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আবাসনস্থল, যাত্রাপথসহ সব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ