ফেসবুকে আপনার প্রোফাইলে কে ডুকছে তা আপনি জানেন না। কিন্তু তাকে তো দেখতে ইচ্ছে হতেই পারে আপনার! খুব সহজেই বের করা যায় কারা আপনার ফেসবুক প্রোফাইল নিয়মিত দেখে। চলুন দেখে নেই নিরাপদ একটি পদ্ধতি-
১. প্রথমে যথারীতি ফেসবুকে লগ-ইন করুন।
২. এরপর আপনার টাইমলাইনে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনের পাশের অপশনে (যেখানে তিনটি বিন্দু রয়েছে) রাইট বাটন ক্লিক করুন। সেখান থেকে ‘ভিউ পেজ সোর্স’ সিলেক্ট করুন।
৩. এ পর্যায়ে কোডভর্তি পুরো একটি পেজ পাবেন। এই পেজটিতে অবস্থান করার সময় ‘কন্ট্রোল+এফ’ (F) বাটন চাপুন। দেখবেন, ওপরে ডান কোণায় একটি সার্চবক্স এসেছে। এই সার্চবক্সে ‘InitialChatFriendsList’ লিখুন।
৪. এরপর ‘InitialChatFriendsList’ এর পাশে কতগুলো নম্বরের তালিকা পাবেন। মূলত এই নম্বরের আইডিগুলোই আপনার টাইমলাইনে এসেছে।
৫. এখন এই নম্বরগুলো দিয়ে আইডি বের করার জন্য ‘facebook.com’ (ফেসবুক ডটকম) সাইটে যেতে হবে। তারপর ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ (/) চিহ্ন দিয়ে যেকোনও একটি নম্বর পোস্ট দিন। যেমন- facebook.com/100031241683701। দেখবেন, একটি আইডি চলে এসেছে। অর্থাৎ এই আইডিই আপনার প্রোফাইল দেখে থাকে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ