দুনিয়াতে ভালো মানুষের সংখ্যাটা খুবই অল্প - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

দুনিয়াতে ভালো মানুষের সংখ্যাটা খুবই অল্প

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দুনিয়াতে যে ভালো মানুষ জন আছেন তা খুবই অল্প সংখ্যকই দেখা যায়। আমাদের দেখা ভালো মানুষদের মধ্যে উনিও একজন। যার কথা এখন বলবো।

সিলেটের দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামে উনার জন্ম।

তিনি খুব সাধারন ভাবে জীবন যাপন করেছেন। অনেক বছর আগে লালাবাজার থেকে বিবিদইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার, রাস্তার দুই ধারে উনি গাছ লাগিয়েছেন। উনি ছাত্র-ছাত্রীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন সেই সাথে অসহায় মানুষদের জন্য। সবই আল্লাহর দয়ায়। এই পর্যন্ত তিনি ৩৬ জনকে ডাক্তার বানিয়েছেন। উনার জন্যই বেশ কয়েক জন এখন উচ্চ-পদ কর্মকর্তা। ৭ জনকে বিএসসি নার্স তৈরি করেছেন। উনার জন্যই আজ একজন ঢাকার একটি ইউনিভার্সিটির লেকচারার। সব সময় নামাজ পড়তেন, রমজান মাস ছাড়াও নফল রোজা রাখতেন।

মসজিদে নামাজে আসার আগ্রহ বাড়াতে ছোট ছোট বাচ্চাদের জন্য উনি উপহারের ব্যবস্থা রাখতেন। কি না-ই বা করেছেন তা বলেও শেষ করা যাবে না।

এই মহান মনের মানুষটি গত ১৩-ই এপ্রিল আমাদের সবাইকে কাদিয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
উনি মৃত্যু বরণ করেছেন ঠিক কিন্তু বেঁচে থাকবেন সবার হৃদয়ে।

এতক্ষন যার কথা বলছিলাম তিনি হলেন,

মরহুম জনাব, দিলওয়ার আহমদ চৌধুরী

সাবেক ডি জি এম,
বাংলাদেশ কৃষি ব্যাংক।

জে টি এম ট্রাষ্টের ডাইরেক্টর।
প্রতিষ্ঠাতা:
- হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়, 
- প্রান কৃষ্ণ দে কিন্ডারগার্টেন স্কুল ও
- জোবেদা বিদ্যা নিকেতন
- মায়া মাতৃ সদন।

আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেনো উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। -আমিন
লেখা পাঠিয়েছেন: Shahriar Chowdhury Tanim

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages