ম্যাচের শুরুতে জাতীয় সংগীতের পর ম্যাচ পূর্ববর্তী হ্যান্ডশেকের সময় এই কাণ্ড ঘটান ৩৩ বছর বয়সী এই তুর্কি ফুটবলার।
ফুটবল মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্ক বা হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। এসব ঘটনা হরহামেশাই ঘটে থাকে। কিন্তু তাই বলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ব্লেড দিয়ে আঘাত করা হবে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে তুরস্কের ঘরোয়া ফুটবলে!
তুর্কি লিগের তৃতীয় টায়ারের ম্যাচে গত শনিবার মুখোমুখি হয়েছিল আমেদ এসকে এবং সাকারায়োসপর। ওই ম্যাচের শুরুতে জাতীয় সংগীতের পর ম্যাচ পূর্ববর্তী হ্যান্ডশেকের সময় প্রতিপক্ষের খেলোয়াড় ইয়াজগানকে ব্লেড দিয়ে আঘাত করেন মনসুর নামের ৩৩ বছর বয়সী তুর্কি ফুটবলার।
এতে ইয়াজগানের গলার বেশ কয়েক জায়গা ক্ষত-বিক্ষত হয়ে গেছে। ঘটনার কিছুক্ষণ পর ইয়াজগান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষত-বিক্ষত ঘাড়ের ছবি প্রকাশ করে বিচার দাবি করেন। ঘাড়ের পাশাপাশি তার পেটে, হাতে ও পায়ে বড় ধরনের কাটা দাগ দেখা গেছে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে খবর প্রচারিত হয়েছে তুর্কি টিভিতেও। প্রতিবাদের ঝড় ওঠার পাশাপাশি ওই তুর্কি ফুটবলারের কড়া শাস্তির দাবিও জানিয়েছে দেশটির লাখো ফুটবল সমর্থক।
ভিডিওতে দেখুন প্রতিপক্ষের খেলোয়াড়কে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করার সেই ঘটনা
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন