ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের স্পিনার মোশাররফ হোসেন রুবেল। বেশ অনেকদিন ধরেই মাথায় নানা ধরণের সমস্যায় ভুগছিলেন রুবেল। দুদিন আগেই এমআরআই করে জানতে পেরেছেন তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে।
চিকিৎসকরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। রুবেলও দ্রুতই চিকিৎসা নিতে চান। ভিসা পেলেই সিঙ্গাপুরে রওনা হবেন তিনি। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাবেন তিনি। রুবেল বলেছেন,
‘অস্ত্রোপচার করতে হবে। দেরি করা যাবে না। দেশের বাইরে করাতে চাই। ভিসাপ্রক্রিয়া শুরু করে দিয়েছি। দুই-তিন লাগবে। ভিসা হলেই চলে যাব। এটা প্রাথমিক পর্যায়ে আছে, এটি একটু আত্মবিশ্বাস জোগাচ্ছে। খবরটা শুনে পরিবারের সবাই ধাক্কা খেয়েছিল। এখন একটু সাহস পাচ্ছে।’
টিউমারটা প্রাথমিক পর্যায়ে থাকায় কিছুটা সাহস পাচ্ছেন তিনি। চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে তাঁর। এরই মধ্যে জাতীয় দল ও জাতীয় দলের বাইরের সতীর্থরা তাকে সাহস দিচ্ছেন।
‘৩০-৪০ লাখ টাকার মতো হয়তো লাগবে। এর কম-বেশি হতে পারে। আবার যেতে হবে ৩ মাস পরে। বায়োপসি যদি খারাপ আসে তখন খরচ বেড়ে যাবে।’
আনুষ্ঠানিক ভাবে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অসুস্থতার কথা জানাবেন রুবেল। যদিও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান তাকে ফোনে সাহস যুগিয়েছেন। সেকথা জানিয়েছেন রুবেল নিজেই,
‘বিসিবিকে এখনো জানাইনি। আমি নিজেই জানতে পেরেছি পরশু। কাল বিসিবিতে যাব। সবাই বলছে, চিন্তা না করতে। আমাকে যেভাবে মানসিকভাবে সমর্থন জোগাচ্ছে, এটা আত্মবিশ্বাসী করছে। সবার ভালোবাসা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।’
সূত্রঃ প্রথম আলো
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ