হ্যামিলটন টেস্ট শেষ হয়েছে গত রবিবার। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ হারে ইনিংস ও ৫২ রানে। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। শুরু হবে আগামী ৮ মার্চ। দ্বিতীয় ম্যাচ খেলার উদ্দেশ্যে মঙ্গলবার হ্যামিলটন থেকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল।
ওয়েলিংটনে যাত্রার সময় টাইগার ওপেনার সাদমান ইসলাম বলেছেন, ‘আমি মৌলিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি। সামনের ম্যাচে যদি এরকম সেট হতে পারে তাহলে চেষ্টা করব বড় ইনিংস খেলার।’
বেসিন রিজার্ভে প্রচণ্ড বাতাস থাকে। সেক্ষেত্রে বোলিং-ব্যাটিং দুইটিতেই সমস্যা হতে পারে। কিন্তু সাদমান ইসলাম বলেছেন, ‘বাতাস তো থাকবে। এটা প্রাকৃতিক বিষয়। আমার মনে হয়, এতে কোনো সমস্যা হবে না। ওটা যদি মাথায় নেই তাহলেই হয়তো সমস্যা হবে। কিন্তু বিষয়টা মাথায় না রাখাই ভালো হবে।’
সাদমান বলেন, ‘আমরা গত ম্যাচের শেষ ইনিংসে আমরা যেভাবে কামব্যাক করেছি চেষ্টা করব পরের ম্যাচের প্রথম ইনিংসে ওভাবে শুরু করার।’
নিউজিল্যান্ড সফরে গিয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু টাইগাররা একটিতেও জয়ের দেখা পায়নি। তবে, এর মধ্যে বাংলাদেশের অর্জন হচ্ছে ওয়ানডেতে সাব্বিরের এবং টেস্টে তামিম, রিয়াদ ও সৌম্যর সেঞ্চুরি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন