কাকে বিয়ে করছেন মিয়া খলিফা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

কাকে বিয়ে করছেন মিয়া খলিফা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দীর্ঘদিন প্রেমের পর এবার রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করলেন লেবাননীয় বংশোদ্ভূত সাবেক মার্কিন পর্নো ও সামাজিক মাধ্যম তারকা মিয়া খলিফা। শোনা যাচ্ছে শীগ্রই বিয়ে করবেন তারা।

বিশ্বজুড়ে তারকার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট মনোযোগের কেন্দ্রে থাকে। শোনা গিয়েছিল তিনি বলিউডের ছবিতেও অভিনয় করবেন।

সুইডেনের রবার্ট স্যান্ডবার্গ পেশায় যিনি একজন পাচক। একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন অনেক দিনই হলো। অবশেষে মিয়ার কাছে বিয়ের প্রসঙ্গ তোলেন রবার্ট। আর কোনো দ্বিধা ছাড়াই ‘হ্যাঁ’ বলে দেন মিয়া।

ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যমে ইনস্টাগ্রামে রবার্ট ও মিয়া দুজনই বাগদানের ঘোষণা দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে নেট-দুনিয়ায় এ খবর ভাইরাল হয়েছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages