প্রথম লেগে গোলশূন্য ড্র করে বার্সেলোনাকে ভয় পাইয়ে দিয়েছিল অলিম্পিক লিওঁ। অঘটনের চ্যাম্পিয়নস লিগে স্বাভাবিকভাবেই বার্সাকে নিয়েও জেগেছিল সংশয়। সব শঙ্কা উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। বুধবার লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে লিঁওকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দাপুটে এই জয়ের ফলে রেকর্ড টানা ১২ বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে গেল এরনেস্তো ভালভার্দের দল। এদিন দলের পাঁচ গোলের চারটিতেই প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখলেন মেসি।
লিঁওর মাঠে পুরো দেড় ঘণ্টা গোলের জন্য হাঁসফাঁস করতে হয়েছিল বার্সাকে। পরিচিত মাঠ ন্যু ক্যাম্পে অবশ্য খুব একটা অপেক্ষা করতে হয়নি ভালভার্দের দলকে। ১৭ মিনিটে পেনাল্টি পাইয়ে দেন লুইস সুয়ারেজ। স্পট কিক থেকে গোল করে বার্সাকে এনে দেন মেসি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ্পে কুতিনহো।
দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল লিওঁ। অতিথিদের পক্ষে ব্যবধান কমান লুকা তুসার্ট। ২০ মিনিটের মধ্যে পরই ফরাসি ক্লাবটির ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন মেসি; করলেন নিজের দ্বিতীয় গোল। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় এটা ১০৮তম গোল এবং চলমান আসরের সপ্তম সপ্তম গোল।
৮১ মিনিটে স্কোর লাইন ২-১ করেন ডিফেন্ডার জেরার্ড পিকে। পাঁচ মিনিট পর লিওঁর কফিন শেষ পেরেকটি ঠুকে দেন উসমান ডেম্বেলে। কুতিনহোর বদলি হিসেবে মাঠে নেমেই গোলের দেখা পেলেন ফরাসি ফরওয়ার্ড। দাপুটে এই জয়ে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে টানা ৩০ ম্যাচ অজেয় থাকার গৌরবটা ধরে রাখল বার্সা।
কোয়ার্টার ফাইনালে যারা: আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেড, পোর্তো, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, টটেনহাম হটস্পার, লিভারপুল, বার্সেলোনা।
আগামীকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ