ষষ্ঠ বিপিএলের ফাইনালটা দুঃস্বপ্নের মতোই হলো সাকিব আল হাসানের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে। নিজেও ছিলেন নিস্প্রভ। পুরো টুর্নামেন্টে বল হাতে অসাধারণ পারফর্ম করলেও ফাইনালে ১ উইকেট পেতে খরচ করতে হয়েছে ৪৫ রান। ব্যাট হাতে ৫ বলে ৩ রান করে আউট।
তারপরও টুর্নামেন্ট সেরার পুরস্কারটা সাকিবেরই পাওয়ার কথা ছিল। হয়েছেও তাই, ফাইনালে নিস্প্রভ সাকিব আল হাসানের হাতেই উঠেছে ষষ্ঠ বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
ঢাকা ডায়নামাইটস অধিনায়ক বল হাতে চলতি টুর্নামেন্ট তথা বিপিএল ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ ২৩ উইকেট তুলে নিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন ১৫ ম্যাচে ৩০১ রান। এছাড়া অধিনায়ক হিসেবেও দারুণ করেছেন সাকিব।
এদিকে ম্যাচ অফ দ্যা ফাইনালের পুরস্কারটা অনুমিতভাবেই উঠেছে তামিম ইকবালের হাতে। ব্যাট হাতে রেকর্ড এক ইনিংস খেলে ঢাকাকে আজ প্রায় একাই হারিয়ে দিয়েছেন তামিম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে ৬১ বলে ১৪১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তামিম। কুমিল্লার আইকন ক্রিকেটারের ইনিংসে চারের মার ছিল ১০টি অার ছক্কা ১১টি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন