সকালের পর বিকেলেও বৃষ্টিপাত হয়েছে সিলেটে। তবে বিকেল সাড়ে ৪টার দিকে রোদের দেখা মিলেছে। বিকেলটা সোনালী রোদে ভরে গেছে। সাথে আরো সুসংবাদ দিয়েছেন সিলেট আবাহাওয়া অফিসের কর্মকর্তারা।
তারা আর আকাশে মেঘ দেখছেন না। মানে শুক্রবার থেকে আবারো স্বাভাবিক বসন্তদিন ফিরছে সিলেট শহর ও আশপাশ এলাকায়।
বৃহস্পতিবার কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এরমধ্যে দুই দফায় মাঝারি মানের। অন্য কয়েকবার হাল্কা। জনজীবনে তেমন কোন প্রভাব না পড়লেও কিছুটা ছন্দপতন ঘটেছে। যারা ছাতাছাড়া বিভিন্ন কাজে ঘর থেকে বেরিয়েছিলেন, তাদের যথেষ্টই ভোগেছেন।
এখন ফাল্গুনের মাঝামাঝি। বছরের এ সময়টাতে মাঝে মাঝে হাল্কা বৃষ্টিপাত হয়। গত কয়েকদিন থেকে আবহাওয়া একটুগুমোট ছিল। আর বৃষ্টি নেমেছে বুধবার। কয়েক দফা ভিজিয়ে দিয়েছে সিলেট মহানগর ও এর আশপাশ এলাকা।
সিলেট আবাহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১৯ দশমিক ৪ সেন্টিমিটার। আজকের হিসাবটা সন্ধ্যা ৬টার পর দেওয়া হবে। তবে তারা অনুমান করছেন আজ কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে।
তারা আরও জানিয়েছেন, এ অঞ্চলের আকাশ এখন পরিস্কার। যা বৃষ্টি ছিল তা নেমেছে। মোটামুটি শুক্রবার থেকে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, সিলেটের আকাশ পরিস্কার হয়ে গেছে। মেঘ তেমন একটা নেই। শুক্রবার থেকে রৌদ্রোজ্জল দিন থাকবে।
বাংলাদেশে আষাঢ়-শ্রাবন বর্ষাকাল হলেও বছরের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হয়ই। হয় ফালগুনেও। এসময়ের বৃষ্টিপাতকে মৌসুমের আগাম বৃষ্টি হিসাবে ধরেন আবহাওয়াবিদগন। এবার আগাম আগাম বৃষ্টিতে সিলেট অঞ্চল ভিজেছে দুই দিন।
জনজীবনে কিছুটা ছন্দপতন ঘটালেও স্বস্তিও এসেছে। বিশেষ করে রাস্তাঘাটে ধুলোর যন্ত্রনায় অতিষ্ঠ অবস্থা থেকে সাময়িকভাবে মুক্ত হতে পারাটা কম স্বস্তির নয়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন