ভারতগামী ট্রেন সার্ভিস বন্ধ করে দিল পাকিস্তান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ভারতগামী ট্রেন সার্ভিস বন্ধ করে দিল পাকিস্তান

Share This

কাশ্মীর নিয়ে সীমান্তে উত্তেজনার জেরে লাহোর থেকে অমৃতসারগামী যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার সকাল ৮টায় পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাবের অমৃতসারের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল সমঝোতা এক্সপ্রেসের।

কিন্তু ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও পাকিস্তানের ডনের অলনাইন ভার্সনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।

পাকিস্তানের রেলওয়ের অতিরিক্ত সাধারণ ব্যবস্থাপককে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রেল মন্ত্রণালয়।

বুধবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, যুদ্ধাবস্থা বিরাজ করলেও দুদেশের ট্রেন যোগাযোগ অব্যাহত থাকবে। ভারত থেকে ট্রেন নির্ধারিত সময়েই ছাড়বে।

ভারতের উত্তরাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১১ টা ২০ মিনিটে দিল্লি থেকে আটারিগামী সমঝোতা এক্সপ্রেসে চড়ে ভারত ছেড়েছেন ২৭ জন যাত্রী। তাদের মধ্যে তিনজন পাকিস্তানের ও ২৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

সমঝোতা এক্সপ্রেস ভারত-পাকিস্তানের মধ্যে চলা একটি ট্রেন সার্ভিস। দুই সপ্তাহ পরপর সোমবার ও বৃহস্পতিবার চলে ট্রেনটি।

প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন।

এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনজইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।

এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।

এখানেই থেমে নেই গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি ধৈর্য ধরার ও সংযত আচরণ করার জন্যও দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বুধবার তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশি’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

তিনি ভারত ও পাকিস্তানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ উপায়ে দু’দেশের মধ্যে সৃষ্ট মতবিরোধ নিরসনে ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

আজ (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন।

এ সম্পর্কে কোনো কারণ উল্লেখ না করে দায়িত্ব পালনে অপারগতার জন্য জনগণের কাছে ক্ষমা চান।

কিন্তু প্রেসিডেন্ট হাসান রুহানি তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দায়িত্ব পালনে করে যাওয়ার অনুরোধ করেন। প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার স্বাভাবিক কাজে ফিরে এসেছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: