চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজে জায়গা পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। দীর্ঘদিন পর জাতীয় দলে জায়গা পেলেও ভাগ্য সহায় হলো না তার। ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন তিনি।
গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান তাসকিন। এরপর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন না তাসকিন। এমনটিই জানিয়েছেন বিসিবি চিকিৎসক।
তাসকিনের ইনজুরির কারণে তার পরিবর্তে নিউজিল্যান্ড সফরের দলে কে জায়গা পাবে তা এখনো নিশ্চিত নয়। তবে এ তালিকায় বিসিবির নজরে আছেন দুই দল। তারা হলেন- সিলেট সিক্সার্সের পেসার ইবাদত হোসেন ও রংপুর রাইডার্সের পেসার শফিউল ইসলাম।
এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ওদের দু’জনকেই( ইবাদত ও শফিউল) বিকল্প ভেবেছি। তবে যাবে একজন। আবার এমনও হতে পারে দু’জনই যেতে পারে।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন