বিপিএল মানেই মাশরাফি। টুর্নামেন্টের জন্ম থেকে যেন এটাই হয়ে উঠেছিল নিয়ম। গত পাঁচ আসরের ৪ বারই শিরোপা তার হাতে উঠেছিল। এরমধ্যে কেবল কুমিল্লার হয়ে একবার জিততে ব্যর্থ হয়েছিল।
কুমিল্লার হয়ে শিরোপা জিতার পরে এবারই দ্বিতীয়বারের মত ব্যর্থ হলেন মাশরাফি। কোয়ালিফায়ার ম্যাচে ঢাকার কাছে হেরে বিদায় নিয়েছে তারা।
দলের বিদায়ে হতাশ মাশরাফি। কয়েকজন তারকা চলে যাওয়া রংপুরের হারের অন্যতম কারণ বলেও মনে করেন মাশরাফি। তাছাড়া এই ম্যাচেও ব্যাটিং তাদের ডুবিয়েছে।
তবে নিজেদের হারে হতাশ হলেও জমজমাট এই ফাইনাল দেখার প্রত্যাশা মাশরাফির। তিনি বলেন, “ঢাকা এবং কুমিল্লা দুটি দলই দারুণ। ৮ তারিখের ফাইনালটি জমজমাটই হবে। যারা ভালো খেলবে তারা শিরোপা জিতবে।”
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন