লালাবাজার স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু আজ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

লালাবাজার স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

লালাবাজার ইউনিয়ন ক্রিয়া চক্রের আয়োজনে ও লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউ.কে এর পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯।

লালাবাজার স্কুল এন্ড কলেজের মাঠে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নুনু ফুটবল একাডেমী ওসমানীনগর ও ফুটন্ত শাপলা জালালপুর, সিলেট।

বিকেলে লালাবাজার স্কুল এন্ড কলেজের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন ‘ডাঃ জিয়াউর রহমান চৌধুরী’, শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জনাব খায়রুল আফিয়ান চৌঃ, বুলবুল আহমদ, ফালাকুজ্জামান চৌঃ জগলুু, শহিদুর রহমান শহীদ, নছির মিয়া, এড মুহিত হোসেন, মোঃ আশিক আলী, শহীদ রেজা, লোকমান আহমদ, নিজাম আহমদ, লায়েক আহমদ জিকু, হেলাল উদ্দিন, মোঃ অপু খাঁন, সুমন আহমদ-সহ প্রমুখ।

এদিকে খেলা পরিচলনা কমিটির কাছ থেকে জানা যায় যে, উদ্বোধনীর জন্য লালাবাজার স্কুল এন্ড কলেজের মাঠ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এবং দর্শকরা যাতে  নির্বিঘ্নে খেলা দেখতে পারে সেজন্য সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages