২০২৫ সালের মধ্যে ফাইভজি প্রযুক্তি ব্যবহার করবে ১৪০ কোটি গ্রাহক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

২০২৫ সালের মধ্যে ফাইভজি প্রযুক্তি ব্যবহার করবে ১৪০ কোটি গ্রাহক

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..


২০২৫ সাল নাগাদ বিশ্বের প্রায় ১৪০ কোটি গ্রাহকের কাছে ফাইভজি প্রযুক্তি পৌঁছাবে।

২০২৫ সালের মধ্যে বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ১৫ শতাংশ গ্রাহক ফাইভজি প্রযুক্তি ব্যবহার করবে।

২৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৯ এ মোবাইল যোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সাল নাগাদ বিশ্বের প্রায় ১৪০ কোটি গ্রাহকের কাছে ফাইভজি প্রযুক্তি পৌঁছাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ১৫ শতাংশের মধ্যে রয়েছে চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গ্রাহকরা।

২০১৮ সালে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র প্রথম ফাইভজি প্রযুক্তি চালু করে। তাদের পর ২০১৯ সালের শেষ নাগাদ ১৪টির বেশি দেশ যুক্ত হবে ফাইভজি প্রযুক্তির সঙ্গে। এ ছাড়া বিশ্ব অর্থনীতিতে আগামী ১৫ বছরে ২.২ ট্রিলিয়ন ডলার যুক্ত করবে ফাইভজি প্রযুক্তি।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ের মধ্যে ফোরজি প্রযুক্তির পরিধি বৃদ্ধি পাবে। ২০২৫ সাল নাগাদ ফোরজির পরিধি বেড়ে পৌঁছাবে ৬০ শতাংশে। বৃদ্ধি পাবে ইন্টারনেট অব থিংস বা আইওটি যুক্ত প্রযুক্তির ব্যবহার।

জিএসএমএর ওই প্রতিবেদন বলছে, গত চার বছরে বিশ্বে ১০০ কোটি নতুন মোবাইল ব্যবহারকারী যুক্ত হয়েছে যা বৈশ্বিক জনসংখ্যার তিনভাগের দুইভাগ।


-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages