দুপুরে মহারণ, সন্ধ্যায় নিয়মরক্ষার ম্যাচ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দুপুরে মহারণ, সন্ধ্যায় নিয়মরক্ষার ম্যাচ

Share This

স্বাভাবিকভাবেই রবিন লিগ রাউন্ডের শেষ দিকে এসে জমে উঠেছে বিপিএলের ষষ্ঠ আসর। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তিনটি দল- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংস। বাকি একটি টিকিটের দাবিদার দুটি দল- ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

ধারাবাহিক ব্যর্থতায় বিদায় নিশ্চিত হয়েছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানসের। দুটি দলেরই একটি করে ম্যাচ আছে, যা শুধুই নিয়মরক্ষার। জয় দিয়ে স্বস্তির একটা বিদায় নেওয়াই লক্ষ্য সিলেট ও খুলনার। তবে তাদের প্রতিপক্ষের জন্য ম্যাচ দুটি ভীষণ গুরুত্বপূর্ণ।

ইতোমধ্যে ১২ ম্যাচ খেলে ফেলা রাজশাহী কিংস ছয় ম্যাচ জিতে আপাতত আছে পয়েন্ট তালিকার চার নাম্বারে। তবু সুতোয় ঝুলে আছে মিরাজদের ভাগ্য। কারণ ঢাকা ডায়নামাইটস তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই বিদায় নেওয়ার কথা রাজশাহীর। সাকিবরা দুই ম্যাচ জিতলে তো কোনো সমীকরণই থাকে না।

তাই শেষ চারে যেতে হলে রাজশাহীকে ঢাকার জন্য অমঙ্গল কামনা করতে হচ্ছে। ঢাকার জন্য সামনের ম্যাচ দুটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে তাতেই। যার প্রথমটি আজ খেলতে নামবেন সাকিবরা। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হারা ঢাকা এদিন ঘুরে দাঁড়াতে পারবে তো?

কাজটা কঠিন। আজ দুপুর দুইটায় সাবেক চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই দলটাই আসরের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। ঢাকাকে হারিয়ে এদিন পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে চাইবে। একমাত্র এই কুমিল্লাকেই হাতছানি দিচ্ছে সর্বোচ্চ ১৮ পয়েন্ট।

সন্ধ্যা সাতটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। এই ম্যাচে বাঁচা-মারার কোনো বিষয় নেই। তবে পয়েন্ট তালিকার ওপরের দিকে থাকতে এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে ভাইকিংস। অন্যদিকে সিলেট নিশ্চয়ই বিদায়ী অর্ঘ্য নিতে চাইবে এই ম্যাচ থেকে।


আজ মুখোমুখি:
কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস

সরাসরি, দুপুর ২টা; গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন


সিলেট সিক্সার্স-চিটাগং ভাইকিংস

সরাসরি, সন্ধ্যা ৭টা; গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন


এক নজরে পয়েন্ট তালিকা:

রংপুর রাইডার্স > ম্যাচ: ১১ পয়েন্ট: ১৪ রানরেট: ০.৬৯০
কুমিল্লা ভিক্টোরিয়ানস > ম্যাচ: ১০ পয়েন্ট: ১৪ রানরেট: ০.৪৯৫
চিটাগং ভাইকিংস > ম্যাচ: ১১ পয়েন্ট: ১৪ রানরেট: -০.১৮৭ 
রাজশাহী কিংস > ম্যাচ: ১২ পয়েন্ট: ১২ রানরেট: -০.৫১৮

ঢাকা ডায়নামাইটস > ম্যাচ: ১০ পয়েন্ট: ১০ রানরেট: ০.৯৫৮
সিলেট সিক্সার্স > ম্যাচ: ১১ পয়েন্ট: ৮ রানরেট: -০.০০৬৭
খুলনা টাইটানস > ম্যাচ: ১১ পয়েন্ট: ৪ রানরেট: -১.১৬৫

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: