প্রাথমিকে কর্মঘণ্টা কমানোর দাবি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

প্রাথমিকে কর্মঘণ্টা কমানোর দাবি

Share This

সারাদেশে কিন্ডারগার্টেন, বেসরকারি-সরকারি হাই স্কুলের সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচীর সাথে বিশাল ব্যবধান। যার ফলে হতদরিদ্র অভিভাবকেরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করাতে অনাগ্রহী। এই বিষয়টি বিবেচনায় রেখে বেসরকারি-সরকারি হাইস্কুলের সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচীর ব্যবধান কমানোর আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক ও গবেষণা পরিষদ। সংগঠনটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব সুব্রত রায় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানান।

প্রাথমিক শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে শূন্য সহিষ্ণুতা নীতি কার্যকর করার আহ্বান জানিয়ে তারা বলেন, গত ২৯ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ের শিক্ষকদের সুশৃঙ্খল ও সময়নিষ্ঠ হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। তারা শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্টদের কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

বিবৃতিতে আরো বলা হয়, গ্রামেগঞ্জে এখন কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বিস্তার লাভ করেছে। প্রাথমিকে বিশেষভাবে এক শিফটের বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সময়সূচী দীর্ঘ চার ঘণ্টা এবং তৃতীয়-পঞ্চম শ্রেণির সময়সূচী দীর্ঘ সাত ঘণ্টা। এ দীর্ঘ সময় শিক্ষার্থীদের আটকিয়ে না রাখা এবং সকল শিশুর জন্য অভিন্ন সময়সূচী প্রবর্তন করে বৈষম্য দূর করা প্রয়োজন। কেবলমাত্র ঢাকা মহানগরীর সময়সূচী আধঘণ্টা কমিয়ে শিক্ষার্থীদের বাসায় ফিরে খাবার খাওয়ার যে সুযোগ সৃষ্টি করা হয়েছে। ঢাকা মহানগর ব্যতিরেকে সর্বত্র সময়সূচী না কমায় নতুন করে বৈষম্য সৃষ্টি হলো বলে মনে করেন শিক্ষক নেতারা। তারা গ্রামাঞ্চলে সময়সূচীর ফলে শিক্ষার্থীরা শারীরিক বিকাশের সহায়ক খেলাধুলার সময় পাওয়া যায় না।

শিক্ষকদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে নানাবিধ কাজে যাতে বিদ্যালয়ের পাঠদান রেখে অফিসে যেতে না হয় বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক শিক্ষার সকল বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম দাবি হলো প্রাথমিকে শিক্ষাবান্ধব সময়সূচী বাস্তবায়ন করা।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: