মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের উত্তর সতিঝিরগাঁও-এ নিজ ঘর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধার নাম গফুরুন বেগম (৫৫)। তিনি উত্তর সমিঝিরগাঁ-এর মৃত ইউনুস আলীর স্ত্রী।
প্রাথমিক তথ্যে জানা গেছে বৃদ্ধার মেয়ের জামাই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর সে পালিয়ে গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটলে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নিহত গফুরুন বেগমের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। এর মাঝে ১ মেয়ে ও ১ ছেলে প্রবাসে। প্রবাসে থাকা মেয়ের স্বামী কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কানাইদাশী গ্রামের মাহমুদ মিয়া (৩৫) গত সোমবার দিবাগত রাতে তার শ্বাশুড়িকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পালিয়ে গেছে।
বৃদ্ধার ভাই আব্দুল আলী মঙ্গলবার সকালে ঘটনাটি পুলিশকে অবহিত করলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, সিনিয়র সহকারী সার্কেল এসপি (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল)-সহ পুলিশের একটি দল ঘটনাস্থল তদন্ত করেন। এসময় অভিযুক্ত জামাতার ৭ বছর বয়সের ছেলে সানি জানায়, তার বাবা মাহমুদ মিয়া নানী (গফুরুন বেগমকে) শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে গেছে। নিহত বৃদ্ধার ভাই আব্দুল বারী বলেন মেয়ের জামাই তার শ্বাশুড়িকে হত্যা করে পালিয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলায় দাগ ও মুখে রক্ত ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সাত বছর বয়সের একটি শিশু বলছে তার বাবা তার নানীকে হত্যার পর পালিয়েছে। এ প্রসঙ্গে ওসি আরিফুর আরও বলেন, শিশুটির কথায় কিছু ভিত্তি করা যাচ্ছে না। পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন