শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিষয়, সম্মাননা। মেয়র আরিফ ঘোষিত সম্মাননা। সমালোচনার কেন্দ্রেও তিনিই।
স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিলে সিটি কর্পোশেনের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন তিনি। এরপরই শুরু। সময়ে-সময়ে সচেতন মহলে এর তীব্রতা আরওযে বাড়বে, শুরুতেই তা স্পষ্ট।
ঘোষণা তিনি আরেকবার দিয়েছিলেন। তার প্রথম মেয়াদের শেষার্ধে। প্রায় দুইবছর আগে। সমালোচনার কারণ, প্রথম মেয়াদ শেষের আগে তার সেই ঘোষণার বাস্তবায়ন না হওয়া। সমালোচকদের বাঁকা কথা, এবারও কি সম্মাননার ঘোষণা কেবল ঘোষণাই থেকে যাবে?
সিলেট মহানগরীর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থাপনা ভাংচুর করতে হচ্ছে। মেয়র তা করছেনও। সচেতন মানুষ তা স্বাগতও জানাচ্ছেন।
তবে এসব কাজ করতে গিয়ে ব্যক্তি মালিকানার অনেক জায়গা প্রয়োজন হয়। অনেকেই স্বেচ্ছায় তা দিচ্ছেন। এই স্বেচ্ছাদাতাদের সংখ্যা বাড়াতে উৎসাহী ও উদ্যোগী করতে সিলেটের মেয়র তার প্রথম মেয়াদের শেষার্ধে এসে ঘোষণা দিয়েছিলেন, নগরীর উন্নয়নের স্বার্থে যারা জায়গা দান করবেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের সম্মাননা জানানো হবে। কিন্তু প্রথম মেয়াদে দেওয়া তার সেই ঘোষণা আর বাস্তবায়ন হয়নি।
নগরীর কুয়ারপার এলাকার আব্দুল খায়ের আবুল ও তার ভাই মেয়র আরিফুল হক চৌধুরীর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে কিছু জায়গা ছেড়েছিলেন। কিন্তু নগর ভবনের সম্মাননা আর জোটেনি তাদের। আরও অনেকেই জায়গা ছেড়েছেন রাস্তাঘাট ড্রেন বা কালভার্টের জন্য।
এই মেয়াদে এসে সিসিক মেয়র ঘোষণাটা দিলেন মঙ্গলবার, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. একে মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবার রাস্তা সম্প্রসারণের জন্য তাদের পৈতৃক বাড়ি থেকে প্রায় কোটি টাকার জমি ছেড়ে দিয়েছেন। এরপরই মেয়র সম্মাননার ঘোষণা দিলেন।
ঘোষণাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেই আলোচনা-সমালোচনার সূত্রপাত। কেউ কেউ একে স্বাগতঃ জানাচ্ছেন, আর কেউ কেউ বলছেন, এটা স্রেফ কথার কথা।
কথার কথা যারা বলছেন, তাদের যুক্তি-আগের মেয়াদেওতো মেয়র এমন ঘোষণা দিয়েছিলেন। কই, কোথাও সম্মানার খবর পাওয়া গেছে? যায়নি। এবার যে দেওয়া হবে, তার নিশ্চয়তা কোথায়? নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ আরও কঠোর সমালোচনা করছেন।
এ ব্যাপারে কথা বলতে মঙ্গলবার রাতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে ২/৩ বার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন