গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সহোদর আহত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সহোদর আহত

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন দুই সহোদর। গত সোমবার রাতে ভাদেশ্বর ইউনিয়নের কুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, ভাদেশ্বর ইউনিয়নের মালুটিলা করগাওয়ের হীরা মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী মিন্টু আহমদ ও তার ছোট ভাই ঢাকাদক্ষিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শাহীন আহমদ রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কুড়িরবাজারে পৌছামাত্র পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। তাদের মোটরসাইকেল থামিয়ে সন্ত্রসীরা উপুর্যপরি ছুরিকাঘাত করতে থাকে।

একপর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্তানীয় লোকজন তাদরেকে উদ্দার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে তাদের অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওসমানী হাসপাতালের আনার পর পরই তাদের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন এখনো তাদের অবস্থা শঙ্কটাপন্ন ।

এ ব্যপারে গোলাগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, কুড়িরবাজার এলকায় দুই সহোদর আহত হওয়ার সংবাদ তারা পেয়েছেন। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages