আজ রবিবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটের আগের রাতে সরকারি কাজের কথা বলে লোকাল থানা থেকে ওসি কিংবা ওসি তদন্ত কিংবা কোনো দারোগা পুলিশের পিক-আপ বা রিকুইজিশন করা গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে ঢুকবে। তারা আসলে গাড়িতে করে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ৪/৫ জনকে সাথে নিয়ে ঢুকবে। বাইরে থেকে মনে হবে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা চেক করার জন্য ভোটকেন্দ্রে ঢুকছে। এরা আসলে দলেবলে দ্রুততম সময়ে ব্যালট পেপারে সিল মারার কাজ করে বের হয়ে যাবে। রাতের অন্ধকারে মনে হবে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা চেকিং এর কাজ শেষ করে চলে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যারা সহজ সরল মন নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন বলে ভেবে রেখেছেন তাদের জানা দরকার যে, তাদেরকে বোকা বানিয়ে পুলিশ নিরাপত্তার আড়ালে ভোটকেন্দ্রে ঢুকে গণতেন্ত্রর সর্বনাশ ঘটাবে।’
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘এই নির্বাচন হলো বিএনপির আন্দোলন, ভোটের আন্দোলন। সবার দায়িত্ব হলো খালেদা জিয়ার মুক্তি তথা দেশকে মুক্ত করার এই আন্দোলনের ভোটে কোনো ধরনের অভিমান না রাখা। খালেদা জিয়ার মুক্তি ও দেশের স্বার্থে সবাইকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ